প্রতিষ্ঠাতার বানীমন্নারা, কিনারা, মঘুয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা একটা সময় অনেক কষ্ট করে দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান (ঢালুয়া, বক্সগঞ্জ এবং সিজিয়ারা) গিয়ে লেখা পড়া করতে হতো।
এতে অর্থনৈতিকভাবে সাবলম্বী নয় এমন শিক্ষার্থীরা ইচ্ছা থাকলেও লেখা পড়া চালিয়ে যেতে পারতো না। তাদের কথা মাথায় রেখে আমাদের নিজস্ব মালিকানাধীন জমির উপর একটি মাধ্যমিক বিদ্যালয় গঠনের জন্য জমি দান করি এবং নিজের চেষ্টায় একটি বিদ্যালয় স্থাপন করি। এই অষ্ণলের সর্বসাধারণ সব সময় নিজেদের মেধা ও শ্রম দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টায় আমরা পৌছে যাব সফলতার উন্নত চূড়ায়।